প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৩, ১:২৯ অপরাহ্ণ
সরাইলে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল ) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার নোয়াগাঁও আইরল গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমও শাহবাজপুর ইউনিয়নের তাউস মিয়া হাতে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.একরাম হোসেন,সরাইল থানা এস আই মো. জয়নাল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম খান প্রমুখ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে এ উপজেলায় ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন, কৃষকদের অনুকুলে বরাদ্দ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.