এম এ মান্নান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর থানা পুলিশের অভিযানে ভারতীয় ২৪ বস্তা চিনি জব্দ করেছে এবং দুই জন চোরাচাহনিকে আটক করে থানা হাজতে নিয়েছে পুলিশ। ১২ মার্চ বুধবার দুপুর আড়াইটার দিকে মধ্যনগর থানার এসআই মোঃ শামীম আল মামুন ও এসআই রফিজুল মিয়ার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে, চোরাই পথে অবৈধ ২৪ বস্তা চিনি পাচারের সময় মাল সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
আটকের ঘটনা ঘটছে মধ্যনগর সদর ইউপির অন্তর্গত সুমেশ্বরী নদীর দক্ষিন পাড়ের পিপড়াকান্দা খেয়াঘাটের নদীর কান্দা ডিমমহালে। উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের ধৃত আসামী মোহনপুর গ্রামের মোঃ ওদুদ মিয়ার ছেলে রতন মিয়া (৩১) রংপুর গ্রামের মোঃ সাহাব উদ্দিন এর ছেলে আব্দুল জলিল মিয়া (১৯) কে থানা হাজতে রাখা হয়েছে এবং মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। বিষয়টি অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমুল নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.