প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ৫:৫২ পূর্বাহ্ণ
পিরোজপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ৭ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, এছাড়াও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী। এসময় পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্পকলা একাডেমী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রং-বেরংয়ের বাঙালি ঐতিহ্য পালকী, বর-বধু, জেলে, কৃষাণ-কৃষাণী, বহুরুপি সাজে মঙ্গল শোভাযাত্রা শেষে মেলায় অংশগ্রহন করেন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ৭ দিন ব্যাপি এ মেলায় গ্রামবাংলার ঐতিহ্য সমৃদ্ধ ৪০টি ষ্টল সাজানো হয়েছে। রয়েছে নাগরদোলা, নৌকাদোলা সহ বিভিন্ন রাইডস। ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় দীর্ঘদিন পর মানুষ ভিড় জমাবেন, কিনবেন ঐতিহ্যবাহী হস্তশিল্প, খেলনাসহ নানান জিনিসপত্র।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.