আমিরাত প্রতিনিধি: মধ্যেপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কর্তৃপক্ষ এবার ইমাম, মুয়াজ্জিন, ধর্ম প্রচারক, মুফতি ও ধর্মীয় গবেষকদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। দেশটিতে যারা এই কাজের সঙ্গে ২০ বছর ধরে যুক্ত রয়েছেন তাদের এই ভিসা দেওয়া হবে বলে জানা যায়। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশ অনুসরণ করে এই সিদ্ধান্ত জারি করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুবাইয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। স্থানীয় গণমাধ্যম গালফ নিউজ জানায়, শনিবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স গোল্ডেন ভিসা সংক্রান্ত এই সিদ্ধান্ত জারি করেন। রমজান মাসে ইসলামের শিক্ষা প্রবর্তন ও সহনশীলতার মূল্যবোধ প্রচারে তাদের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই পদক্ষেপ নিল মধ্যেপ্রাচ্যের দেশটি। গোল্ডেন ভিসা ছাড়াও তাদের ঈদ উপলক্ষে আর্থিক বোনাস দেওয়া হবে। আমিরাতের গোল্ডেন ভিসার বিশেষত্ব হলো এটির মেয়াদ ১০ বছর। সাধারণত দেশটিতে রেসিডেন্স ভিসার মেয়াদ দুই বছরের হয়ে থাকে। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তি তার পরিবারের সদস্যদেরও ভিসার আওতায় আনতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.