মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পলমাঠি গ্রামের কৃতি সন্তান তরুণ দানশীল মানবিক উদ্যেক্তা ও সমাজকর্মী মোঃ আব্দুল আওয়াল মিসবাহ'র উদ্যোগে ১৯ এপ্রিল(২৭ রমজান) বুধবার চাপাইতি গ্রামের খেলার মাঠে, প্রায় দুই হাজার রোজাদারদের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, ব্যাবসায়ী সহ উপজেলার বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন। এছাড়াও দাওয়াতি মেহমান এবং এলাকাবাসীর উদ্দেশ্যে আব্দুল আউয়াল মিসবাহ বলেন, এলাকাবাসী চাইলে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। হাওর অঞ্চলের মানুষের সাথে থেকে জনসেবা করতে চাই, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার বি এন পি সহ সভাপতি আবুল বাশার, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য মোঃ কামাল হোসেন, মধ্যনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবেহায়াত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.