প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ণ
আখাউড়ায় প্রবাসী ইসহাক সরকারের পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের মংলামুড়া সরকার বাড়ির মরহুম আব্দুল মন্নান ফডু মিয়ার ছেলেদের উদ্যোগে মনিয়ন্দ ও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের গরিব, দরিদ্র ও অসহায় প্রায় পাঁচ শতাদিক পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, শাড়ি, লুঙ্গি, চিনি, সেমাই, গুড়াদুধ, কিসমিস ইত্যাদি। সৌদি আরব প্রবাসী বাহার সরকার, ইসহাক সরকার, জয়নাল সরকারের ও আলমগীর সরকারের অর্থায়নে যুবলীগ নেতা ইকবাল সরকার ও জালাল সরকারের তত্ত্বাবধানে পরিচালিত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী লুৎফর রহমান ভুঁইয়া, মাওলানা গাজীউর রহমান, মোঃ জুলহাস মিয়া, শাহিন মিয়া, বিল্লাল মিয়া, বাদল মৃধা, মোঃ আবু তাহের, মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে।
পরিবারের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসী মোঃ ইসহাক সরকার জানান, পবিত্র মাহে রমজান ও ঈদুল বিতর উপলক্ষে এলাকার গরিব ও দরিদ্র মানুষের মাঝে একটু হাসি ফুটানোর চেষ্টায় আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের মত এবারো এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিতরণ কার্যক্রমে যারা সহযোগিতা করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তার ভাই যুবলীগ নেতা মোঃ ইকবাল সরকার বলেন, বিতরণ কার্যক্রম টি সঠিকভাবে পরিচালনা করতে এলাকার প্রকৃত দরিদ্র ৫শতাদিক পরিবারের তালিকা তৈরি করে তা বিতরণ করা হয়। মহান আল্লাহ পাক যদি তৌফিক রাখেন, তাহলে এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.