প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৩, ৫:২০ পূর্বাহ্ণ
এমবিবিএস মেডিকেল অফিসারের ফ্যানের সাথে রহস্যজনক আত্মহত্যা

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে পরিবারের লোকজন ও তার বন্ধুরা পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে জুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ডা. শুভ পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের দ্বিতীয় পুত্র পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা। নিহতের পরিবার ও ঘনিষ্ট বন্ধু সুত্রে জানা গেছে, পারিবারিক চাপে এমনটি হতে পারে। ডা. রিয়াজুল ইসলাম শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০২২ সালে ইর্ন্টানি শেষ করে রংপুর প্রাইম মেডিকেলে চাকুরি নেন। এসময়ে রংপুর মেডিকেলের ৫বর্ষের এক শিক্ষার্থীর সাথে প্রেমের পরিচয়ে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। ছেলের পরিবারের সাথে মেয়ের পরিবারের কোন দিক দিয়েই মিল ছিলনা বলে জানান নিহতের বাবা। ডা. শুভর বন্ধুরা জানান, বিয়ে পরিবার মেনে নেয়নি বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ তার পরিবারের কাছেই রয়েছে। দিনাজপুরের বিরল থেকে মেয়ে ও মেয়ের পরিবারের লোকজন না আসা পর্যন্ত আইনি কোন পদক্ষেপ নিতে পারছেন না পুলিশ। পঞ্চগড় থানার পরিদর্শক তদন্ত মো. দুলালউদ্দিন জানান, এটা আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে। তদন্ত চলছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। খবর পেয়ে জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার ও সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.