প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৩, ৫:৩০ পূর্বাহ্ণ
পেকুয়ায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে মেরিন একাডেমির শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি : পেকুয়ায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে পাবনা মেরিন একাডেমি শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহদ্দারপাড়া এলাকার বহদ্দারবাড়ীতে এঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রিয়াসাদ ফয়সাল (২০) একই এলাকার বিএনপি নেতা মোহাম্মদ ফয়সাল চৌধুরীর ২য় সন্তান। পারিবারিক সুত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল রিয়াসাদ,দুপুরে নিজ বাড়ির পুকুরে সাঁতার কাটতে নামে, প্রথমে লাইফ জ্যাকেট পড়ে পুকুরে নামে পরে লাইফ জ্যাকেট খুলে সাঁতার কাটার চেষ্ট করলে পুকুরে ডুবে যায়,এসময় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় পরে রিয়াসাদের পিতা পুকুরে নেমে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
এদিকে রিয়াসাদের মৃত্যুতে এলাকায় শোকাভিভূত হয়ে পড়ে , তার মৃত্যুতে শোক জানিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। এদিকে রিয়াসাদের মৃত্যুতে এলাকায় শোকাভিভূত হয়ে পড়ে , তার মৃত্যুতে শোক জানিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। নিহত মোহাম্মদ রিয়াসাদ ফয়সাল চট্টগ্রাম গর্ভেমেন্ট হাই স্কুল থেকে এসএসসি ও চট্টগ্রাম ইস্পাহানি স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তির্ন হয়ে পাবনা মেরিন একাডেমিতে ভর্তি হয় বলে জানা যায়
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.