পেকুয়ায় সরকারি জমি খননকালে স্কেভেটারসহ ৩ দুর্বৃত্ত আটক

পেকুয়া প্রতিনিধি :   কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাজার পাড়া গ্রামে মুজিব বর্ষের আওতায় গৃহহীন ও ভুমিহীনদের জন্য সরকারি আশ্রয়ণ প্রকল্প তৈরীর জন্য প্রস্তাবিত জায়গা রাতের আঁধারে স্কেভেটার দিয়ে খননপূর্বক নস্ট করে দেওয়ার সময় হাতেনাতে ৩ দূর্বৃত্তকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক দূর্বৃত্তরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া গ্রামের আবদুল মান্নান, লোকমানসহ স্কেভেটার চালক। গতস্থ ২৩/০৪/২০২৩ ইংরেজী তারিখ রাত ১০ টার দিকে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুর্বিতা চাকমা মগনামা বাজার পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন পেকুয়া থানার এস আই রুকনের নেতৃত্বে একদল পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মগনামা বাজার পাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্প তৈরীর নির্ধারিত জায়গায় ২৩ এপ্রির রাতে স্কেভেটার দিয়ে খননপূর্বক নস্ট করে দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার পুর্বিতা চাকমার নেতৃত্বে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় হাতেনাতে ৩ দূর্বৃত্তকে ইউএনওর নির্দেশে আটক করে পুলিশ। এ প্রসঙ্গে ইউএনও পুর্বিতা চাকমা বলেন, আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত জমি রাতের আঁধারে স্কেভেটার দিয়ে খনন করায় ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে স্কেভেটারও জব্দ করা হয়েছে। আটকদের ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান হচ্ছে।