প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৩, ৬:১৭ পূর্বাহ্ণ
পঞ্চগড় আরআরএফ, রংপুর অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলায় আরআরএফ, রংপুর অফিসার ও ফোর্সদের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ এপ্রিল দুপুর ১.৪৫ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে পঞ্চগড় জেলায় অবস্থানরত আরআরএফ, রংপুরের অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রংপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান, সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা, পিপিএম মহোদয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি ও সভাপতি মহোদয় আরআরএফ অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন ও সমাধানের আশ্বাস প্রদান করেন। সেই সাথে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, পঞ্চগড়, আরও-১, রিজার্ভ অফিস সহ আরআরএফ, রংপুর ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্সগণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.