টিম পজিটিভ বাংলাদেশ এর শ্রীমঙ্গল শাখা শুভ উদ্বোধন

শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কেক কেটে টিম পজিটিভ বাংলাদেশ এর শ্রীমঙ্গল উপজেলা শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭শে এপ্রিল) দুপুরে শহরের মিশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে টিম পজিটিভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কেক কেটে ও ফারজানা সহিদ তান্নী কে শ্রীমঙ্গল টিম প্রতিনিধিদের সদস্য হিসেবে ঘোষণা করে টিম পজিটিভ বাংলাদেশ এর শ্রীমঙ্গল উপজেলা শাখা শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সহীদ মো:আব্দুল্লাহ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতিঃ সুমন রায় , সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান খেলু, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায় এ এফ এম এম মেহফুজ হিমেল ও টিম পজিটিভ বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য ফারজানা সহিদ তান্নী, ছাত্রলীগকর্মী জয় শীল, মোঃ ইমরান হোসেন, অংকন দাস স্বেচ্ছাসেবক লীগ কর্মী মো: সাজিদুল হক সাহিদ,  মেহতাব হুসেন পাপ্পু  প্রমুখ।
পরে বিকেল ৫ ঘটিকায় উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ এর পক্ষ থেকে  বৃক্ষরোপন করা হয়।