প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ৪:৪৭ পূর্বাহ্ণ
সরাইলে এসএসসি-সমমান পরীক্ষায় ৪ কেন্দ্রে ২৩ শত ১৫ জন পরীক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ রোববার থেকে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সকালে ৪টি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে নকল মুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ মে।পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিভাবক,শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পরীক্ষায় অংশ নেবে মোট ২ হাজার ৩ শত-১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৭৯ জনের মাঝে অংশগ্রহণ কারি ৫১জন-পরীক্ষার্থী অনুপস্থিত। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এদিকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা চলাকালিন কেন্দ্র পরিদর্শন করেন, ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদও
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনহ সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান বলেন, এবার এস.এস.সি,ও এস.এস.সি (ভোকেশনাল) - ২০২৩ইং সমমানের পরীক্ষায় সরাইল উপজেলার ৪ টি কেন্দ্রে মোট ২ হাজার ৩শত ১৫ জন শিক্ষার্থীর মধ্যে আজ এসএসসিতে ২ হাজার ৩১ জন, ভোকেশনালে ৪৮ জন। এর মধ্যে আজকের পরীক্ষায় ৫১জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, উপজেলার পরীক্ষার সকল কেন্দ্র গুলোতে পুলিশ ও প্রশাসনিক অফিসার নিয়োগ করা হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ইউএনও বলেন,পরীক্ষার্থীরা নকল মুক্ত শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষা কেন্দ্র এবার সিসি ক্যামেরার আয়ত্তে নিয়ন্ত্রণ ছিল।
উল্লেখ্য এসএসসি ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৮৯৭ জন ও ছাত্রীর সংখ্যা ১৪১৮ জন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.