মোহাম্মদ রাশেদ ,উখিয়া প্রতিনিধি : প্রতিবছর পহেলা মে বিশ্বব্যাপী উদযাপিত হয় ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’। যা ‘মে দিবস’ নামেও পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় জাতীয় শ্রমিক লীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমদিবস ও মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত (১লা মে) সোমবার সকালে র্যালিটি উখিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উখিয়া বাজার প্রদক্ষিণ করে। পরে সদস্য সচিব মোঃ ইউনুছ এর সঞ্চালনায়, যুগ্ন আহবায়ক মো: সেলিম এর সভাপতিত্বে- আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি সালেহ আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন- রত্না পালং, হলদিয়া পালং, ও পালংখালী ইউনিয়নের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন শ্রমীকের ঘাম শোকানোর আগেই তার পারিশ্রমীক প্রদানের রীতিটি যেনো যথাযথ পালন করা হয়। দেশের প্রতিটি মানুষ কোন না কোন ভাবে শ্রমিক, সকল শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করেন শ্রমীক নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.