প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উদ্যোগে ‘সার্বজনীন স্বাস্থ্যসেবানিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২ মে মঙ্গলবার সিনেমা প্যালেস সংলগ্ন সকাল ১১টায় নগরীর রয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মহিউদ্দিন ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়–য়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এর পর একটি বৃক্ষের চারা রোপন ও কেক কেটে দিবসটি পালন করা হয়। স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সর্বস্তরের কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মহিউদ্দিন বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু শারীরিক নয়, আমাদেরকে সামাজিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আগামী ২০৩০ সালে এসডিজি’র গোল অর্জনে সর্বত্র স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবারই দায়িত্ব রয়েছে। সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত কওে আগামী ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.