প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৩, ৪:৫৮ পূর্বাহ্ণ
বিরামপুরে ঘাঁসের ক্ষেতে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : বিরামপুর পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়ায় ঘাসের জমি থেকে মঙ্গলবার ( ২ মে) আব্দুল ওয়াহেদ মুন্সি (৮০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত. মনছের মুন্সির ছেলে। নিহতের স্বজনেরা জানান, আব্দুল ওয়াহেদ মুন্সি পেশায় একজন কবিরাজ ছিলেন এবং তিনি ঝাড়-ফুঁক করে বেড়াতেন। সোমবার সন্ধ্যা থেকে আব্দুল ওয়াহেদকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন মনে করে তিনি হয়তো অন্য গ্রামে কোন কাজে গিয়েছেন। মঙ্গলবার সকালে প্রতিবেশিরা বাড়ির পাশ্ববর্তী নেপিয়ার ঘাঁসের জমিতে তাঁর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশে খবর দেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও পিবিআই এর ক্রাইম সিন ইউনিট মাঠে নেমেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.