সীতাকুণ্ড প্রতিনিধি : গত ২৫ এপ্রিল মঙ্গলবার সীতাকুন্ড যুবদল কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের সাথে সংঘটিত ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির ৩৭ জনের মধ্যে ২৯ নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার (৩ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ ৬ সপ্তাহের আগাম জামিনের আদেশ জারি করেছেন। আসামী পক্ষের আইনজীবী জিনাত আক্তার নাজলী বেগম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জিনাত আক্তার নাজলী বেগম বলেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সীতাকুৃন্ড থানার এসআই খুরশীদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
এ ঘটনায় চার নেতাকর্মীকে গ্রেপ্তার শেষে তাদেরকে আদালতে নেওয়া হয়েছে। সেই মামলায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরওঙ্গজেব মোস্তফা, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম- আহবায়ক সাহাব উদ্দিন রাজুসহ ৩৭ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বিষয়টি নিশ্চিত করে বলেন মোট ৩৭ জনের মধ্যে ২৯ জনের জামিন দেয় কোর্ট। চারজন জেলে এবং অসুস্থতার কারেনে অনুপস্থিতি হওয়াই অন্য চারজনের জামিন হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.