সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট ব্যাংক কলোনি সামনে থেকে ৩শ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২ মে ২০২৩)রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউর রহমানের নেতৃত্বে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট ব্যাংক কলোনি সামনে থেকে ৩শ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ নামের এক যুবক আটক করেছে পুলিশ।
জানা যায়,উপজেলার মাদামবিবিরহাট এলাকায় ইয়াবা পাচার করার উদ্দেশ্য ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অপেক্ষায় করছে পারভেজ নামের যুবক।এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে গিয়ে তাকে আটক করতে গেলে সে পালিয়ে যাওয়ায় চেষ্টা করে,দৌঁড়ে তাকে ধরে শরীর তল্লাশী করে প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো তিনশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৯০ হাজার টাকা।জব্দকৃত ইয়াবাসহ আসামীকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।আটককৃত যুবকের বাড়ি,উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের মোল্লা বাড়ির মোঃ নুরুন্নবী’র পুত্র মোঃ পারভেজ ( ৩০)।উক্ত বিষয়টি সত্যতা নিশ্চিত করেন,ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.