সরাইলে এক মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

মো. তাসলিম উদ্দিন ,সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) :   ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক মাদক সেবীকে এক বছরের  সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্টেট ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এ সাজা প্রদান করেন।পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার সদর ইউনিয়ন নিজ সরাইল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কতিপয় একজন মাদক সেবনকারী মাদক সেবন করিতেছে। এসআই  মো. জয়নাল আবেদীন সরাইল উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে মাদক সরঞ্জাম ও মাদক সেবন অবস্থায়।উপজেলার সদর ইউনিয়নের চান মনিপাড়া গ্রামের। কবির হোসেনের ছেলে।সাঈমকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করলে এ সাজা প্রদান করেন। নির্বাহী ম্যাজিট্টেট ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। থানা সুত্রে জানাযায়, সাজাপ্রাপ্ত মাদক সেবনকারীর বিরুদ্ধে সরাইল থানায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন  অপরাধের অভিযোগ রয়েছে।