
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে বায়নাকৃত জমিতে ঘর তুলাকে কেন্দ্র করে ৯৯৯ কল পেয়ে ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে চরজব্বর থানা পুলিশ। ঘটনাটি ঘটে ১১ মে (বৃহস্পতিবার) সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারে। আটককৃতরা হলেন, পশ্চিম চরজুবিলী গ্রামের ইকবাল হোসেনের পুত্র রিয়াজ উদ্দিন (২৭) একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র শাহীন আলম (২১)। সরজমিনে গিয়ে জানাযায়, পশ্চিম চরজুবিলী গ্রামের মৃত আমিনুল হক চৌধুরীর পুত্র ইকবাল হোসেন চৌধুরী (৫৮) প্রায় ৯ মাস আগে একই গ্রামের মৃত ছায়েদু্ল হক চৌধুরীর মৃত পুত্র জাহাঙ্গীর তার স্ত্রী ফারহানা ও তার মেয়ে আনজুমসহ একাধিক ওয়ারিশ থেকে ৭ ডিং জায়গা ৪৯ লক্ষ টাকায় বায়না করে নগদ ৩৫ লাখ টাকা পরিষোধ করে। বাকি টাকা টাকা শোধ করার প্রক্রিয়া চলমান। জাহাঙ্গীরের স্ত্রী ঢাকায় একটি স্কুলে চাকুরী করার সুবাদে বাড়িতে আসা যাওয়া কম হওয়ায় দীর্ঘদিন ইকবাল জায়গাটি দখল নিতে পারেনি। গত ঈদে ফারহানা ও তার মেয়ে আনজুম বাড়িতে এলে ইকবাল জায়গা বুঝিয়ে দিতে বলে। দাবী অনুযায়ী ফারহানা জায়গা বুঝিয়ে দিতে গেলে ছায়েদুল হক চৌধুরীর পুত্র বাবুল চৌধুরী তার ভাইয়ের জায়গা ওয়ারিশ দাবী করে জায়গা দখলে বাঁধা প্রদান করায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃস্টি হয়। পরে বাবুল চৌধুরী চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করে এর দুইদিন পর বাবুল চৌধুরীর ইকবালের মালিকানাধীন রবিন ফার্নিচারে এসে ইকবালকে হত্যার হুমকি দেয় মর্মে চরজব্বর থানায় একটি সাধারণ ডায়রি করেন জিডি নং ৩৫৫।
অভিযুক্ত ইকবাল হোসেন, জমি বিক্রেতা ফরহানা সুলতানার সাথে মুঠোফোনে আলাপনের অনুমতি নিয়ে দোকান ঘর তৈরী করে পরে বাদী বাবুল চৌধুরী ৯৯৯ ফোন করলে চরজব্বর থানা পুলিশ ঐ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। বাবু্ল চৌধুরী বলেন, আমাদের ভাইবোনদের সম্পত্তি ভাগ ভাটোয়ারা না হতে আমার বড় ভাই জাহাঙ্গীরের স্ত্রী কাউকে না জানিয়ে ইকবালের কাছে জমি বায়নাপত্র করে। ইকবাল এখানে এসে জায়গা দখলের চেষ্টা করলে আমি বাঁধা দেয়ায় আমাদের হুমকি ধমকি দেয়। এ ঘটনায় আমি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযুক্ত ইকবাল হোসেন বলেন, আমি মৃত জাহাঙ্গীরের স্ত্রীসহ একাধিক ওয়ারিশ থেকে প্রায় ৭ ডিং জায়গা ক্রয় করি। প্রায় ১ বছর ধরে ঐ জায়গা আমার কাছে, গতকাল জমির মালিকের সাথে কথা বলে দোকান দিয়েছি। চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস বলেন, ৯৯৯ কল পেয়ে দুজনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে
পড়েছেনঃ ১১৯