প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৩, ৫:২০ পূর্বাহ্ণ
সরাইল জাতীয় পার্টির নতুন কমিটির সভা অনুষ্ঠিত

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহৈমণবাড়িয়া সরাইল উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটির সাধারণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ মে)বিকালে উপজেলা সদরের বড্ডা পাড়া মৎস্য আরতে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটি গঠন করেন (২ মে) ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেন জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. রেজাউল ইসলাম ভূঁইয়া ও সদস্য সচিব নাছির আহমেদ।নবগঠিত কমিটির পরিচিতি সভায় কমিটির সব সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাতীয় পার্টি যুগ্ন সাধারণ সম্পাদক এড.আব্দুল হামিদ ভাসানী, সভাপতিত্বে করেন,নবগঠিত উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. এমদাদুল হক ছালেক। উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম সেলিম। যুগ্ন আহবায়ক মুজিব বক্সের সঞ্চালনায়, আরো বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন,যুগ্ন আহবায়ক মোবারক হোসেন, যুগ্ন আহবায়ক মো. ইউসুফ মিয়া, মো. কাজল মিয়া,চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী বাহার মিয়া, কলেজ শাখার সভাপতি মো. কামরুল ইসলাম, নিজামুল হক আলমগীর প্রমূখ।অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন। মো. আইয়ুব মিয়া।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.