প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৩, ৬:০০ পূর্বাহ্ণ
নোয়াখালীতে কর্মহীন জেলেদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোখা'র কারণে নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি। তবে আবহাওয়া অধিদপ্তর ঘোষিত ১০ নম্বর মহাবিপদ সংকেতের কারণে গত তিনদিন যাবৎ মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সকল নৌকা ও ট্রলার তীরে রেখে কর্মহীন সময় পার করছেন জেলেরা। দুর্যোগে কর্মহীন জেলেদের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার বিকালে জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় মেঘনা নদীর তীরে অবস্থানরত জেলেদের হাতে এই খাবার তুলে দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় ব্যক্তিগত অর্থায়নে দুর্যোগকালীন অসহায় জেলেদের পাশে দাঁড়ান শিহাব উদ্দিন শাহিন। এসময় হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন, সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজ্জামেল হোসেন, আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ সোহেল, মোকসেদ আহমেদ, শ্রমিক নেতা তারেক আজিজ, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাঞ্চন মজুমদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং বাংলাদেশ রেড়ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপ'র স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
শিহাব উদ্দিন শাহীন বলেন, আমাদের মাতৃতুল্য নেত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও প্রিয় নেতা ওবায়দুল কাদের ভাইয়ের নির্দেশনায় অতীতে যেভাবে আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি, এবারও একই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছি। তাই ঘূর্ণিঝড় মোখার প্রভাবে গত তিনদিন ধরে নদীর তীরে অবস্থানরত জেলেদের নৌকা ও ট্রলারে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পৌঁছে দিয়েছি। তিনি আরও বলেন, আগামীকাল পর্যন্ত যদি ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে না যায় তাহলে আবারও দুর্গত জেলে ও মানুষের পাশে দাঁড়াব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.