প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৩, ৬:০৮ পূর্বাহ্ণ
নতুন রাজনৈতিক দল “ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ” নিবন্ধন পাওয়ায় আখাউড়ায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আপেল প্রতীকে মানবতা ভিত্তিক নতুন একটি রাজনৈতিক দল "ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ" নামে নিবন্ধন পাওয়ায় ইনসানিয়াত বিপ্লব, আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বস্তুর উর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, সমগ্র মানবতার ও মানবমন্ডলীর মুক্তির দিশার ইমাম, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর নির্দেশনায়- ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে দলটির নিবন্ধন পাওয়ায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলার পৌরশহরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোঃ ইদ্রিস চৌধুরী।
মোঃ শেখ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা সুফি আহমদ শাহ মোর্শেদ, এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেনঃ কেন্দ্রীয় নেতা মোঃ মাঈনুদ্দিন টিটু, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নিজাম উদ্দিন চিশতি, জেলা যুগ্ন আহবায়ক মোঃ আজাদুর রহমান, আশরাফুল হক সুমন সহ অন্যরা। এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা শাখার সংগঠক মোঃ জামির হোসেন ভূঁইয়া, মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, মোস্তাফিজুর রহমান জনি সহ আরো অনেকে।
সমাবেশে বক্তাগণ দলটির নিবন্ধন পাওয়ায় শোকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি ইমাম হায়াতের দিশার আলোকে বক্তব্যে বলেন, জীবন সব বস্তুর উর্ধ্বে এবং দুনিয়া ও সম্পদ সব মানুষের এই কথা বিশ্বাস করার মধ্যেই জীবনের নিরাপত্তা মর্যাদা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা প্রতিষ্ঠিত হবে। নেতৃবৃন্দ আরো বলেন, মৃত মানবতাকে আবার পুনর্জীবিত করতে হবে, তা নাহলে সত্যের ধারা ও জীবনের অধিকার- স্বাধীনতা- ইজ্জত- নিরাপত্তা সবই হরণ ও ধ্বংস করে দেবে মানবতার শত্রু অপশক্তি। তাই জীবন ও মানবতার মুক্তির লক্ষ্যে দুনিয়ায় চলমান একক গোষ্ঠীবাদি অপরাজনীতি থেকে মুক্ত হয়ে সর্বজনীন মানবিক কল্যাণমূলক মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের রাজনৈতিক দিশায় সকল মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বলে নেতৃবৃন্দরা উদাত্ত আহ্বান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.