তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ৭ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে ৯নং ওয়ার্ডবাসীর সমর্থিত প্রার্থী মোঃজিয়াউর রহমান।নির্বাচনের তফসিল ঘোষনার আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন ভোট প্রার্থনা করছেন তিনি, সর্বস্তরের প্রিয় মানুষ মোঃজিয়াউর রহমান ৯নং ওয়ার্ডকে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে এলাকাবাসীর দাবি পূরণের লক্ষে শীর্ষে থাকা জনগনের জনপ্রিয় ব্যক্তি মেম্বার প্রার্থী মোঃজিয়াউর রহমানকে মেম্বার হিসেবে নির্বাচিত করার জন্য চলছে সর্বস্তরের জনগন ভোটার ও নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা৷ ভোটার ও সমর্থকদের মুখে মুখে।আলাপচারিতা থেমে নেই মানুষের খোস গল্পের সেই চায়ের আড্ডায় সকল যায়গায় শুরু হয়ে গেছে মোঃ জিয়াউর রহমান মোরগ মার্কার জয়জয়কার, সকল শ্রেনীপেশার ভোটারদের ব্যাপক আলোচনা বিরাজমান৷ মোঃজিয়াউর রহমান তার মোরগ প্রতীকে ভোট চেয়ে বলেন আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই আমার প্রিয় ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, ওয়ার্ড বাসীর পাশে থেকে বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে বাল্য বিবাহ যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী পুরুষ মোঃজিয়াউর রহমান তিনি এক আলাপচারিতায় বলেন আমি যদি নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটে জয়ী হতে পারি তাহলে নিজের জীবনের বিনিময়ে হলেও সমাজের নিরীহ গরিব মানুষের পাশে দাঁড়াবো,৯নং ওয়ার্ডকে সন্ত্রাস-দুর্নীতি মাদকমুক্ত আধুনিক ওয়ার্ড করার অঙ্গীকার নিয়ে নির্বাচনী যুদ্ধে মোরগ প্রতীক নিয়ে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন৷ অসহায় মানুষের পাশে থাকার মূল লক্ষ নিয়েই এগিয়ে যাচ্ছে মোঃজিয়াউর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.