প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২২, ৪:৫৮ পূর্বাহ্ণ
দু:খের সুখ সন্ধান -বোরহান মেহেদী

কবিতা : দু:খের সুখ সন্ধান
কবি : বোরহান মেহেদী
রাত যত গভীর হতে থাকে
পোষা দু:খরা পালক খুলে
রাত্রির কালো রংয়ে মিশতে
মন থেকে আগল হয়ে ঘুড়ে।
আত্ম দু:খরা নি:সঙ্গ প্রিয়
অন্ধ প্রকৃতিকে ভালোবাসে
মৃত বৃক্ষ ভুমির ছবি আঁকে
জন্মবধি কেঁদে হয় পাথুরে।
নীশিতের পাতা ঝরা শব্দে
বিষের জমিনে দু:খরা পুড়ে
কবজ করে কবর মূঢ়তাকে
দু:খরা প্রতিবন্ধি হয়ে বাঁচে।
জীবন শেষেও দু:খ থাকে
স্বজনের কষ্ট মুখ ছবি হয়ে
ঈশ্বরের রুদ্র তেষ্ঠার গ্রাসে
শৈল্পিক মানুষের কাধ জুড়ে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.