১৫ জুন’ ২০২৩ খ্রি: নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন বে ভিউতে ৩ দিন ব্যাপি ঈদ শপিং ফেস্টিভ্যাল ২০২৩ এর উদ্বোধন করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী । ঈদ শপিং ফেষ্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে নারী সমাজ এখন আর পিছিয়ে নেই। বর্তমানে সকল ক্ষেত্রে অগ্রগামী নারীরা। বিভিন্ন ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন রকম কাজ শিখে নারীরা এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং ক্ষুদ্র ও বড় ব্যবসা করে বাংলদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছে।
এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনসের সিইও মানজুমা মোর্শেদ বলেন, বছরে তিন থেকে চারটি মেলা আয়োজনের মধ্যদিয়ে নারীদের একটা প্রাটফরম তৈরি করার এ প্রয়াসে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহায়তা পেলে নারী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, মোহাম্মাদ আবু সাঈদ সেলিম সাধারন সম্পাদক পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যান সোসাইটি,রেডিসন বে-ভিউর চট্টগ্রাম সিও বিগ্রেডিয়ার মোহম্মদ আলী ( অব:) রেডিসন বে-ভিউ চট্টগ্রাম জিএম মিস্টার ডুকো এভেরীন দে ভ্রাইস।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.