প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৪:০০ অপরাহ্ণ
বিদ্যালয়ের গাছ পড়ে রাস্তা বন্ধ, ৩ বছরেও হয়নি অপসারণ

ঘূর্ণিঝড় আম্ফান গেল ৩ বছর। এখনো সেই ঝড়ে রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করা হয়নি। এমন দৃশ্য দেখা গেছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ২৪৫ নং দক্ষিণ জিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে। ফলে রাস্তা বন্ধ হয়ে একদিকে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে বিদ্যালয়ের পরিবেশ হচ্ছে বিনষ্ট। প্রধান শিক্ষক দিপঙ্কর মন্ডল জানান, ২০২০ সালে আম্ফান ঝড়ে এ বিদ্যালয়ের ১ টি চাম্বল ও ১ রেইনট্রি গাছ উপড়ে পড়ে রাস্তা ও বিদ্যালয় মাঠ বন্ধ হয়ে গেছে অনেকটা। ওই বছরই যথযথ কর্তৃপক্ষের কাছে গাছ দুটি নিলাম চেয়ে আবেদন করা হলেও অদ্যাবধি কোন ব্যবস্থা করা হয়নি। রাস্তা বন্ধ হওয়ায় পথচারীরা চলাচলের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহার করছে। এতে শিক্ষার্থীদের খেলাধূলায় বিঘ্ন সৃষ্টি হওয়া সহ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নষ্ট হচ্ছে । পাশাপাশি দীর্ঘদিনে গাছ দুটি এভাবে পড়ে থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের কাছে ঝড়ে পড়ে থাকা গাছ দুটি আশু নিলামের অনুমতি দিয়ে তা অপসারণ ব্যবস্থার দাবি জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.