বাবাকে নিয়ে বিশ্ব বাবা দিবস-২০২৩ উপলক্ষ্যে স্বদেশ আবৃত্তি সংগঠন আগামি ১৮ জুন রোজ রবিবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির গ্যালারী হলে আয়োজন করতে যাচ্ছে “বাবা মানে বটবৃক্ষ” শিরোনামে আবৃত্তি ও কথামালা অনুষ্ঠান। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্ত্বে¡ অনুষ্ঠানে কথামালা পর্বের প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ ইসমাইল খান। অনুষ্ঠানের উদ্বোধন করেবেন বাংলা একাডিেমর পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলো চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু , ছড়াকার ও শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া ও ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডবলমুরিং থানা বিট পুলিশিং এর সভাপতি মোঃ নাসির উদ্দিন। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন উৎসব আয়োজন কমিটির সদস্য সচিব কাজী সবুজ, সেলিনা মোরশেদ, রেশমা আক্তার টুম্পা ও কবি আব্দুল কাদের আরাফাত। সঞ্চালনায় থাকবেন নাছির আহমেদ ও মৌসুমী পান্না।
আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের মধ্যে আবৃত্তি করবেন ঢাকা ত্রিলোক আবৃত্তি পাঠ শালার সভাপতি বরেণ্য আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাসার , সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর সভাপতি ফারুক তাহের, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মছরুর হোসেন, কণ্ঠবাউরী সভাপতি সৈয়দা সাজিদা স্নিগ্ধা, গাজিপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ এর সভাপতি মোঃ নুরুজ্জামান দৃষ্টি চট্টগ্রাম এর সহ সভাপতি বনকুসুম বড়ুয়া, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বোধন আবৃত্তি পরিষদের অনুষ্ঠান সম্পাদক জাবেদ হোসেন, নড়াইল এর আবৃত্তিশিল্পী স্বর্ণলতা ঘোষ স্বপ্নযাত্রী আবৃত্তি দলে সভাপতি আলী প্রয়াস, চট্টলা আবৃত্তি একাডেমির দলপ্রধান সুপ্রিয়া চৌধুরী, বৈতরণী আবৃত্তি র্চ্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রমিতি সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, বাংলা আমার এর সভাপতি মেহেদী হাসান আকাশ , একুশ মানবিকতা ও আবৃত্তি র্চ্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক অর্ণিবান চৌধুরী, প্রহর সাংস্কৃতিক অঙ্গণ এর দলপ্রধান বর্ষা চৌধুরী, বৈখরী আবৃত্তি আলয় এর দলপ্রধান ঐশী পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যিালয় আবৃত্তি অঙ্গণ এর আবৃত্তি পরিচালক অথই রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সদস্য তাসলিম হাসান।
স্বদেশের পক্ষে একক ও দলীয় পরিবেশনা করবে, অর্থি, সারা, জেবা, তাহা, নিয়ন্তা, নাফি, সুকৃতি, সুবিজ্ঞ, সামাইরা, অদ্রীকা, জয়া, পুষ্প, এ্যনী, আরাফাত, ফারুক, রেশমা, মৌসুমী, সেলিনা, সবুজ, আরাফাত, নাছির ও সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানটি সুন্দর ও স্বার্থক করে তুলতে সকলের উপস্থিতি কামনা করেছে আহ¦ায়ক কমিটির সদস্য সচিব কাজী নজরুল ইসলাম সবুজ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.