
প্রেস বিজ্ঞপ্তি: গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি ২০২২ ইং তারিখ ১৬০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন নিজামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি এলজি এবং ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আসামী মোঃ শওকত হোসেন (৩৯), পিতা- মৃত সোনা মিয়া, সাং- মধ্যম মাহামুদাবাদ, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম বলে জানা যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পড়েছেনঃ ১৮৮