প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ
সাংবাদিক নাদিম হ ত্যা র প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সন্ত্রাসী হামলায় বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচির আয়োজন করে।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কার্যকরি কমিটির সদস্য মো. ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারন সম্পাদক মো. মনির হোসেন, শিহাব উদ্দিন বিপু, আল-আমীন শাহীন, আবদুন নূর, জাবেদ রহিম বিজন, পীযূষ কান্তি আচার্য, মফিজুর রহমান লিমন, সৈয়দ মোহাম্মদ আকরাম, মো. জহির রায়হান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশে সাংবাদিকদের নিরাপত্তা নাই। সঠিক সংবাদ পরিবেশনের কারণে নাদিমকে প্রাণ দিতে হয়েছে।’ বক্তারা নাদিম হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘শুধু নাদিম হত্যা নয়, সাংবাদিক হুমায়ূন করিব বালু, সাংবাদিক মানিক সাহার হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে।’ একযুগ পেরিয়ে গেলেও সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার বিচার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.