প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ৬:২৪ অপরাহ্ণ
মোরেলগঞ্জে ৩৩ হাজার ৩শত ৬৫ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ‘ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। রবিবার সকালে এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়। মোরেলগঞ্জ উপজেলা এবং পৌরসভার ৩৮৫ টি ক্যাম্পে একযোগে নীল ভিটামিন ৬ মাস থেকে ১ বছরের ৩৩৮৭জন শিশুকে খাওয়ানোর টার্গেট নিয়ে ৩৩৬৪ জন শিশুকে খাওয়ানো বা লক্ষমাত্রা অর্জিত হয়েছে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩০ হাজার ১৪৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৩০ হাজার ১ জন শিশুকে খাওয়ানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায়।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ডাঃ শর্মী রায়। এছাড়া স্যানিটারী ইন্সপেক্টর রিয়াদ হোসেন সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক হেমায়েত হেসেন, সিএসসিটি ফারুক হোসেন, রেহেনা পারভীন,আবিদা সুলতানা সহ ফিল্ড ইনচার্জ ও অন্যান্য সুপারভাইজার বৃন্দ ভিটামিন এ ক্যাম্পেইন কর্মসূচী তদারকি করেন। এছাড়াও দিপক কুমার ক্যাম্প গুলো মনিটরিং করে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করেন। ডাঃ শর্মী রায় বলেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিশ্বের জন্য একটি রোল মডেল। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনও একটি সফল কর্মসূচি। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়ন হওয়ার কারণে দেশে রাতকানা রোগীর সংখ্যা এখন নাই বললেই চলে। শিশুর শরীরের বিকাশ, রোগ প্রতিরোধ, কোষ, ত্বক, দাঁত ও অস্থির গঠনে ভিটামিন ‘এ’ এর বিরাট ভূমিকা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.