
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কোরবানির পশুর হাট জমে উঠেছে। সোমবার সকাল থেকে সরাইল উপজেলার হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে। দুপুরের পরই কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাট। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে এসেছেন। বিভিন্ন এলাকার পাইকারি ক্রেতা ও স্থানীয় ক্রেতারা পছন্দমতো গরু কিনতে পারেননি। জানা গেছে,সরাইল এলাকায় অবস্থিত বড্ডা পাড়া হাট বৃহত্তম হাট হিসেবে পরিচিত। সপ্তাহে সোমবার হাটবার হলেও শুধু সোমবার গবাদিপশু কেনাবেচা হয়ে থাকে।
তবে কোরবানির ঈদকে সামনে রেখে শুক্রবার ও সোমবার দুই দিন হাটে গরু, মহিষ, ছাগল, ভেড়া কেনাবেচা চলছে।সোমবারে বিকালে হাটে গিয়ে দেখা গেছে, প্রচুর কোরবানির পশুর আমদানি হয়েছে। মোটামুটি কেনাবেচা হয়েছে বলে, ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি ছিল। তাই এ জাতের গরুর দাম তুলনামূলক বেশি ছিল।কথা হয় গরুর পাইকার মাজিদ মিয়া সাথে। তিনি অস্ট্রেলিয়ান জাতের একটি বড় ষাড়ের দাম হেঁকেছেন,সদর উপজেলার সুহিলপুর গ্রামের দেলোয়ার হোসেন ও একি গ্রামের ইউনুছ আলী জানান, তারা কোরবানির জন্য দেশি জাতের মাঝারি গরু কিনতে এসেছেন। কিন্তু বড় গরুর তুলনায় এ ধরনের গরুর দাম বেশি। তাই তার মতো অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন। আগামী দিন জেলার অন্য কোনো হাটে যাবেন।এদিকে হাটের ইজারাদার জানিয়েছেন, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে প্রতারিত না হন সে জন্য মাইকে প্রচারণা চালানো হয়। এদিকে দুপুর বারটার সময় বৃষ্টি হলে বাজারের ক্রেতা বিক্রিতা কমলেও। বেলা দুইটার পর আবার বাজার জমে উঠেছে। সামনে শুক্রবার ও সোমবার বাজার জমবে।
পড়েছেনঃ ১১৩