ইউএই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত কর্মীদের জন্য বাধ্যতামূলক ‘বেকারত্ব বীমা’ নিবন্ধন করার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুনের পরিবর্তে আরও তিনমাস বাড়িয়ে শেষ সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১ অক্টোবর। এই সময়ের মধ্যে ‘বেকারত্ব বীমা’ গ্রহণ না করলে ৪০০ দিরহাম জরিমানা গুণতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় সূত্রে স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস এর সুত্রে জানা যায়,এই বীমার নিবন্ধনকারীরা কোনো কারণে চাকরি হারালে তাকে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের মূল বেতনের ৬০% সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে। এজন্য কর্মীদের চাকরি হারানোর ৩০ দিনের মধ্যে বিষয়টি বীমা কর্তৃপক্ষের নজরে আনতে হবে।
পাশাপাশি ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হবে। তবে কোনো কর্মী যদি এরমধ্যে অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদান করেন বা দেশে ফিরে যান তবে তিনি এই ক্ষতিপূরণ পাবেন না। ইতিমধ্যে দেশটির ৪৬ লাখ কর্মী এই স্কিমের আওতায় এসেছেন। বিনিয়োগকারী, গৃহকর্মী, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, ১৮ বছরের নিচের অভিবাসী, অবসর গ্রহণকারী বা নতুন কাজে প্রবেশ করা কর্মীরা এই বীমার বাইরে থাকবেন। এদিকে ইতিমধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা এ বেকারত্ব বীমা সম্পর্কে অবগত নয়,তাই এই বেকারত্ব বীমার সময়সীমা বাড়ায় আনন্দিত বাংলাদেশি প্রবাসীরা। আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন বলেন, ‘আমিরাতের বেকারত্ব বীমার বিষয়টি সকল প্রবাসীদের জানা ও বীমার নিবন্ধন করা অত্যন্ত জরুরি বলে মনে করি, অন্যথায় জরিমানা গুণতে হবে। বাংলাদেশ কনসুলেট এর রাষ্ট্রদূত মো. আবু জাফর ইতোমধ্যে বীমার বিষয়ে এখানকার কমিউনিটি নেতাদের ও প্রবাসীদের দফায় দফায় অবহিত করেছেন এ বেকারত্ব বীমা নিবন্ধন করার জন্য। বেকারত্ব বীমা নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করারও আহ্বান জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.