পঞ্চগড়ে বৃষ্টিতে ভিজে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পাথর ব্যবসায়ী। এব্যাপারে- সাতমেরা ইউনিয়ন পরিষদের (ইউপা) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে স্থানীয়রা জানায়, রোববার (১৮ জুন) গভীর রাত থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। সোমবার সকালে ঘুম থেকে উঠে শখের বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে করতোয়া নদীতে মাছ ধরতে যান ইউসুফ আলী। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে নদীর পাড়ে পড়ে যান তিনি। এরপর আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসককে দেখালে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.