প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে তরুণ উদ্যাক্তার পাশে চ্যারেটি অর্গানাইজেশন বিএন্ডএফ কেয়ার

সীতাকুণ্ডের চ্যারিটি অর্গানাইজেশন বিএন্ডএফ কেয়ারের স্থায়ী উন্নয়নের আওতায় অসহায়, হতদরিদ্র, তরুণ, মেধাবী ও শিক্ষিত যুবকদের কর্মস্থান সৃষ্টিতে অবদান রেখে চলছে দীর্ঘদিন ধরে। নিয়মিত এই স্বাবলম্বী প্রজেক্টের আওতায় এবার শিক্ষিত এক তরুণ উদ্যােক্তা কে হোটেল রুহুল আমিন নামের খাবার হোটেল শুরুতে করতে অর্থনৈতিক সহায়তা করেন এই অর্গানাইজেশন। গতকাল ১৮ জুন (রবিবার) সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স(মেডিকেল গেইট) এ সামনে দোকানটি ফিতা কেটে উদ্বোধন করেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীরমুক্তিযুদ্ধা বদিউল আলম।
চ্যারিটির সমন্বয়ক মোঃ মনোয়ারুল ইসলাম মুন্নার পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন্ডএফ কেয়ারের প্রধান সমন্বয়ক আশ্রাফুল আলম ভূঁইয়া, সাংবাদিক নাসির উদ্দিন শিবলু প্রমুখ। এছাড়াও বিএন্ডএফ কেয়ারের স্বেচ্ছাসেবক টিমের সদস্য শাকিল,সাইফুল,হায়াত সহ আরো অনেকে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধা বদিউল আলম বলেন, যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর ব্যক্তিগত চ্যারিটি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সীতাকুন্ডের সুবিধাবঞ্চিত, হত দরিদ্র মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। তারা অনেক যুবকের কর্মসংস্থানেও বিশেষ ভূমিকা রেখেছে। এজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে বিএন্ডএফ কেয়ারের যেকোনো উদ্যোগে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি বিএন্ডএফ কেয়ার এবং এই হোটেলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.