প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ
পেকুয়া জিয়া কলেজের সহকারী অধ্যাপক আজম খাঁনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম খাঁন চৌধুরীর অবসর জনিত বিদায় সংর্বধনা অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০ টায় অত্র কলেজের ইংরেজি প্রভাষক মোহাম্মদ আলমের সঞ্চালনায় ও অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র কলেজের গর্ভানিং কমিটির সভাপতি পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম।
বক্তব্য রাখেন,শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের বিদায়ী সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম খাঁন চৌধুরী, গর্ভানিং কমিটির সদস্য পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ, সহকারী অধ্যাপক বাবু মংখেইরী রাখাইন,সহকারীর অধ্যাপক মোস্তফা জামান খারেছ,সহকারী অধ্যাপক আবুল হাসেম,বাংলা বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন হাওলাদার, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান অধ্যাপক আজিজুল রহমান,অধ্যাপক অজিত কুমার দেবনাথ, অধ্যাপিকা রেহেনামা সৌহেলী,অধ্যাপিকা আমিনা হাসান, অধ্যাপক নাজিম উদ্দিন,অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।এসময শিক্ষক শিক্ষার্থী স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.