
দেবিদ্বার উপজেলার চান্দপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মো: আবু তাহেরের এর ছোট ছেলে মানসিক প্রতিবন্ধী, মো:শরিফুল ইসলাম গত রবিবার সকাল ৬টায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়, তার গায়ের রঙ শ্যামলা, উচ্চতা সাড়ে চার ফুট, তার পড়নে নেবিব্লো জার্সি আর কালো সাদা টাউজার ছিলো, সে নিজে নিজে কথা বলে আর সবার সামনে সামনে বেশি হাসে। নিখোজ হওয়ার পর পরিবার ও সংশ্লীষ্ট আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি, ছেলেটির সন্ধান চায় তার পরিবার… তাকে কোথাও পেয়ে থাকলে ছেলেটির বড় ভাই খোরশেদ হাসানের ০১৮৮০-৯৮২৯৯৩ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
পড়েছেনঃ ২৬৩