নোয়াখালী সুবর্ণচরে সফল খামারীদের মাঝে সম্মাননা ও অসহায় সুবিধা বঞ্চিত নারীদের মাঝে ২০ দিনের প্রশিক্ষন ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ২২ জুন (বৃস্পতিবার) বিকেল ৪ টায় খাসেরহাটে অবস্থিত সাগরিকা প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিকের সঞ্চালনায় ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, সৈকত সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ পরিচালক (মাইক্রোক্রেডিট) আলহাজ্ব মোঃ শামসুল হকসহ সংস্থার কর্মকর্তাগণ।
বক্তারা বলেন, ২০১৩ সালের দোশরা নভেম্বর পিকেএসএফ তার মূলস্রোতের কার্যক্রম হিসেবে 'সমন্বিত কৃষি ইউনিট এর কার্যক্রম শুরু করেন। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘ ১০ বছর যাবৎ পিকেএসএফ'র এই মূলস্রোতের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থা সুবর্ণচর ও উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি শাখার সংগঠিত সদস্যদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী নমনীয় প্রানের পাশাপাশি লাগসই প্রযুক্তি সরবরাহ ও কারিগরি প্রদান করা যাচ্ছে। এর ফলে সদস্যদের বাতসরিক বাড়তি আয়েরও সুযোগ হচ্ছে।
পিকেএসএফ'র এর নিকনির্দেশনা ও আর্থিক সহযোগিতায় কৃষি খাতের আওতায় প্রতিকূল পরিবেশ সহনশীল ও বিশেষ অনসম্পন্ন নতুন ফসল উৎপাদন, পরিবারের পুষ্টি নিশ্চয়তায় বহুত্তরে শাকসবজী ফলমূল উৎপলন, ট্রাইকো-কম্পোষ্ট সার উৎপাদন এ উদ্যোক্তা তৈরি, গ্রীষ্মকালীন বেবি তরমুজ চাষ, উৎপাদনশীলতা বৃদ্ধিতে উপকূলীয় এলাকায় তেল, ডাল, ফসল উদ্যােগক্তা তৈরী উৎপাদন, উপকূলীয় এলাকায় জলবায়ু অভিযোজনক্ষম প্রযুক্তিতে ফসল চাষ, কোকোডাক্ট ব্যবহার করে প্লাষ্টিক ট্রে তে মাটি বিহীন সবজি ও ফলের চারা উৎপাদন এ উদ্যোক্তা সৃষ্টি, নিরাপন উৎপাদন হার কাটার, উচ্চমূল্যের ফল উৎপাদনে উদ্যোক্তা সৃষ্টি, কৃষি পরামর্শ কেন্দ্র, মাঠ দিবস বাস্তবায়ন করে আসছে।
ইউনিটের শুরু থেকে এ পর্যন্ত কৃষিতে ১৯৭ জন খামারী বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারনের সাথে সম্পৃক্ত আছেন। এদের মধ্যে সফল উদ্যোক্তা পর্যায়ে ২৫ এর মধ্যে ২ জনকে সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে বিবেচনা করা হয়। কৃষি খাতের এ কার্যক্রমের ফলে ২১৪জন নতুন খামারী বিভিন্ন প্রযুক্তি গ্রহণ করেছেন। মৎস খাতের আওতায় কার্প, মলা মিশ্র চাষ, দেশী শিং-মাগুর পাবনা-কার্প মিশ্র চাষ, উচ্চমূল্যের চিল আই-ল-চাষ কার্প জাতীয় মাছ মোটাতাজাকরণ, কাঁকড়া মোটাতাজাকরণ, ট্যাংকে উচ্চ মূল্যের মাছ চাষ, ভেটকি-কার্প-তেলাপিয়া মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ, মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরি, ক্রস ডিজিট, মাঠ দিবস, প্রশিক্ষন প্রদান করা হয়। মন মাতে ৬৯১ জন নারী বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারনের সাথে সম্পৃক্ত আছেন, এদের মধ্যে সফল উদ্যোক্তা পর্যায়ে ২৫ জন সদস্যদের মধ্যে ২ জনকে সর্বশেষ্ঠ উদ্যোক্তা হিসাবে বিবেচনা করা হয়। এ কার্যক্রমের ফলে ২১৪ জন নতুন খামারী বিভিন্ন প্রযুক্তি গ্রহন করেছেন।
প্রাণিসম্পদ খাতের আওতার নিবিড় পদ্ধতিতে খাসি মোটাতাজা সম্পন পণ্য বিক্রন, কেন্দ্র, উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরণের মাধ্যমে গাভি পালন, লেয়ার মুরগি পালন, মাসকোতি হাঁস ও রাজহাঁস পালন, বিশেষ আবাসন নিশ্চিত করে দেশি মুরগি পালন, দেশি মুরগীর প্যারেন্ট স্টক, সমন্বিত পদ্ধতিতে (নিবিড় ও আধা-নিবিড় কবুতর পালন, মাংসের জন্য ব্রালার টাইপ পেকিন জাতের হাঁস পালন, নিরাপদ মাংস উৎপাদনে সঠিক জীব নিরাপত্তায় জলবায়ু সহিষ্ণু বাউ চিকেন, সোনালী মুরগি, দেশি মুরগি এবং নিবিড় ফ্রি রেনজিং পদ্ধতিতে দেশি মুরগির প্যান্টোটিক উৎপাদন, বায় সব পদ্ধতিতে বীফ ক্যাটেল ফ্যাটেনিং থানার দিবস, প্রশিক্ষন সহ বিভিন্ন উপকরন প্রদান করা হয়।
এছাড়াও সদস্যেদের সক্ষমতা বৃদ্ধির জন্য নিব, অবহিতকরণ কর্মশালা প্রশিক্ষণ, বাজার সংযোগ, সফল উদ্যেক্তা সম্মাননা প্রদান করা হয়। প্রাণিসম্পদ খাতে ৬৭ জন বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারনের সাথে সম্পৃক্ত আছেন। এদের মধ্যে সফল উদ্যোক্তা পর্যায়ে ২৮ জনের মধ্যে ২ জনকে সর্বশ্রেষ্ট উদ্যোক্তা হিসাবে বিবেচনা করা হয়। প্রাণিসম্পদ খাতের এ কার্যক্রমের ফলে ২০৫ জন নতুন খামারী বিভিন্ন প্রযুক্তি গ্রহন করেছেন।
পরে অতিথিরা উদ্যোগক্তাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট এবং সিডিএসপি ব্রিজিং প্রকল্পের অর্থায়নে ২০ জন নারীকে ২০ দিন প্রশিক্ষন শেষে ২০ টি সেলাই মেশিন প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.