ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়ি থেকে গাঁজাসহ ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মন মিয়ার ছেলে সজল মিয়া (৩০), একই গ্রামের মজনু মিয়ার ছেলে ফটিক মিয়া (৩০), আবদুর রহমানের ছেলে সেলিম মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হাসান মিয়া (৪২), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০), ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের হীরা মিয়ার ছেলে মাসুম মিয়া (৪৫)। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দেওয়া হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সজল এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.