আজ জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে জেলা জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ।
এ সময় তিনি এপ্রিল ও মে, ২০২৩ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ১) মোঃ আকবর হোসেন চৌধুরী, মেয়র, রাঙ্গামাটি পৌরসভা, রাঙ্গামাটি পার্বত্য জেলা ২) মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা ৩) রুমানা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। ৪) রামাচরন মার্মা, চেয়ারম্যান, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা ৫) শান্তি বরণ তালুকদার, ইউনিয়ন পরিষদ সচিব, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ, বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ৬) ফিরোজ আল মাহমুদ, স্যানিটারী ইন্সপেক্টর, রাঙ্গামাটি পৌরসভা, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ৭) কনের ত্রিপুরা, মহল্লাদার, ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদ, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ৮) সুইপাইচিং মারমা, মহল্লাদার, ০৩ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা-কে পুরস্কৃত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.