ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জলাশয়ে জালের বাধ দেওয়া ও উচ্চশব্দে গান বাজানোর অভিযোগে দু’জনকে জরিমানা করা হয়েছে। সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, সদর উপজেলার সীতানগর এলাকায় জলাশয়ে জাল দিয়ে বাধা সৃষ্টি করে রেখেছিলেন গৌর সাহা নামে এক ব্যক্তি। এতে সাধারণ জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় আলোচনা হয়। এ অবস্থায় সোমবার অভিযান চালিয়ে গৌর সাহার অধীনে সেখানে কাজ করা এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জলাশয়টি অবমুক্ত করা হয়।
এ সময় তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে যেতে থাকা যুবকদের একটি দলক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাউন্ড বক্স জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.