চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানির শিকার ২৮ জুন গ্রেফতার হওয়া ৯ যাত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সন্মিলিত সন্দ্বীপ অধিকার আন্দোলন নামে একটি সংগঠন । আজ ৩জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় সন্দ্বীপ থানার ওসি'র মাধ্যমে পুলিশ সুপার বরাবরে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন সন্দ্বীপ থানার ওসি(তদন্ত) মোঃ জাকির হোসেন।
স্মারকলিপি দেয়া শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্মারকলিপি দেয়া সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, সেদিন সাধারণ যাত্রীদের ওপর হামলা করে বেআইনিভাবে আটক আইন বহির্ভূত। সুতরাং মামলা প্রত্যাহার না করা হলে আমরাও অনতিবিলম্বে যাত্রীদের হয়রানি ও মারধরের অপরাধে আইনি ব্যবস্থায় যাব।পাশাপাশি রাজপথে বৃহত্তর আন্দোলনে যাব।
এ সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন,আলাউদ্দিন, সাদ্দাম হোসেন, মোঃ সেলিম,নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.