চট্টগ্রামের সীতাকুণ্ডে মোল্লাপাড়া স্পোর্টস ব্রাঞ্চ এর উদ্যোগে আমজাদ-তৌহিদ স্মৃতি মিনিবর ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার(৭ জুলাই) বিকালে ৫ টায় ৭নং কুমিরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মোল্লা পাড়া মাঠে উদ্বোধনী খেলার আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোল্লাপাড়া স্পোটিং ব্রাঞ্চের পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ শরীফ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম নায়হানুল বারী,বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল, ৭ নং কুমিরা ইউনিয়নের পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনর রশিদ,১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর, বিজয় টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম,সকালের সময় পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ফারহান সিদ্দিক, বাংলা টিভির সীতাকুণ্ড প্রতিনিধি মো:মহিউদ্দিন,লাখো কন্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
উক্ত টুর্ণামেন্টে প্রায় ২০টি দল অংশগ্রহণ করেন,উদ্বোধন খেলায় অংশগ্রহণ করে মিম এন্টার প্রাইজ বনাম গ্রীন ওয়ারিয়র্স। প্রথম খেলায় গ্রীন ওয়ারিয়র্স কে ৩ গোলে গারিয়েছেন মিম এন্টারপ্রাইজ
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.