প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২২, ১:২৬ অপরাহ্ণ
লোহাগাড়ায় অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার

লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন থেকে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজির পাড়াস্থ বিবিসি ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক ৭০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করার বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন পুটিবিলা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। জানাযায়, সোমবার সকালে ইটভাটার মাটির স্তূপের পাশে পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিককে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান পুলিশের একটি টিম নিয়ে
দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুর রহমান সাংবাদিকদেরকে জানান, স্থানীয়রা অজ্ঞাত মহিলার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.