বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় পৃথক অভিযানে ৩০১ বোতল ফেনসিডিল, সহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোর রাতে এ অভিযানে মাদক তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আলম হোসেন (৩০), শার্শা থানার গোপীনাথপুর বটতলা গ্রামের মৃতঃ আব্দুল শুকুরের ছেলে আব্দুল অহেদ (৫২), একই এলাকার আব্দুল বারেকের ছেলে স্বপন হোসেন (৩৩) ।যশোর জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফি আহমেদ রিয়েল বেনাপোল পোর্ট থানার দনি বারপোতা গ্রামের পাপড়াতলা চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৩০১ বোতল ফেনসিডিল সহ আলম হোসেনকে আটক করে। অপরদিকে শার্শার কাশিপুর রোডে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়।যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.