প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ণ
রায়পুর কচি সংঘের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত: পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম

ফটিকছড়ির অন্যতম সামাজিক সংগঠন রায়পুর কচি সংঘের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ১৪ জুলাই শুক্রবার সকাল ৯টায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কার্যালয় সংলগ্ন স্থানে ( পতিত জমিতে ও রাস্তার দুই পাশে) ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়। চারা রোপন পরবর্তী গাছের সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচি পালনের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছ, তাওহীদুল আলম, মোহাম্মদ আলী সহ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগ রোধ সহ পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে প্রজন্মের কাছে বাসযোগ্য দেশ গড়ে তুলতে হলে পরিবেশের প্রতি আমাদের সুনজর দিতে হবে এবং পরিবেশের উন্নতির জন্য প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে৷ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপনের পাশাপাশি তা সংরক্ষণে সকলকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.