হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের হালদা নদীর চেঙ্খালি খাল সুইসগেট সহ হালদা নদী পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
শনিবার হালদা নদী পরিদর্শন শেষে তিনি বলেন, হালদার বেড়িবাঁধ ও হালদায় ব্লক দেয়ার কারণে এলাকাবাসী আজ সুরক্ষিত। তাদের ঘরবাড়ি নদীতে বিলিন হচ্ছেনা। এটাই প্রকল্পের সফলতা।
সরকার যে কোন প্রকল্প হাতে নেয়ার আগে সমীক্ষা করে দেখেন। সমীক্ষায় ভাল রিপোর্ট আসলেই কেবল সরকার অনুমোদন দেয়। যেখানে মানুষের ক্ষতি সেখানে প্রকল্প অনুমোদন নয়। সরকার জনগণের জন্য কাজ করছে তাদের ক্ষতির জন্য নয়। হালদা প্রকল্পটিও অনুরুপ ছিল। সফলভাবে প্রকল্পের কাজ শেষ হয়েছে। হালদা নদীর চেঙ্খালি খাল সুইসগেট ধসের কারণে কয়েক ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়েছে তা দেখেই বুঝা গেল। স্বল্পসময়ে নির্মাণে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, গত সাত বছরের মধ্যে এবার হালদায় সর্বোচ্চ কার্প জাতীয় মাছের ডিম পাওয়া গেছে। কিন্তু অনেকেই প্রকল্পের কাজ শুরুর পর বিভিন্ন মন্তব্য করেছিলেন। হালদা রক্ষার্থে যে কোন কাজে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সাথে রাখতে হবে। বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ হালদা চত্বরে পানি উন্নয়ন বোডের আয়োজনে সার্বিক বিষয়ে অবগত করেন মেজর ইকবাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ রমজান আলী প্রামানিক, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ, স্থানীয় চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার প্রমূখ।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) মালেক মোস্তাকিম, পাউবো'র প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্ববধায়ক খ. ম জুলফিকার প্রমূখ উপস্থিত ছিলেন। পরে আগত অতিথিরা কার্যালয়ে বৃক্ষ রোপণ ও হালদা নদীর মাছ অবমুক্ত করেন পুকুরে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.