বোটারি ক্লাব অব যেটার চিটাগাং এর উদ্যোগে চিটাগাং কানে রোটারী ঘোষিত মা ও শিশু স্বাস্থ্য মাস পালন করা হয়। বোটারী ক্লাব অব মেটান চিটাগাং এর সভাপতি মোঃ জামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে এ অতিথি বক্তা হিসাবে
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নিওনাটোপঞ্জি বিভাগের প্রধান প্রফেসর ডাঃ ওয়াজির আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ডিস্টিক্ট সেক্রেটারী ও চার্টার প্রেসিডেন্ট মোঃ শাহাজাহান, এডিশনাল লের গভর্নর পিপি আজিজ-উল গনি চৌধুরী, ডেপুটি গভর্নর পিপি শহীদুল ইসলাম চৌধুরী, এসিসট্যান্ট গভর্নর পিপি ইঞ্জিঃ আমজাদ
হোসেন, পিপি আব্দুল হাকিম ইমপেরিয়াল ক্লাব, পিপি ইঞ্জিঃ নাজমুল খুলশী ক্লাব, পিপি সুদীপ চন্দ্র ইমপেরিয়াল ক্লাব, প্রেসিডেন্ট ইলেক্ট এস, এম, জমির উদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ বেলাল, জয়েন্ট সেক্রেটারী ড. আয়েশা
আফরিন, রোটারিয়ান ইকরাম পাশা, রোটারিয়ান মোহাম্মদ দিদারুল আলম, রোটারিয়ান সাজ্জাদ হোসেন, রোটারিয়ান জাহাঙ্গীর বাদশা, রোটারিয়ান শওকত আকবর, রোটারিয়ান ফারিয়া তাবাসসুম চৌধুরী, রোটারিয়ান মোঃ ইউসুফ আলী রোটারিয়ান
শেখ ফরিদ, রোটারেক্ট ফয়জুল, নাঈম হাসান, ইফতি, অর্পণ প্রমূখ।
অতিথি বক্তা বলেন মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমাতে প্রয়োজন শুধুমাত্র আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষন দিয়ে তাদেরকে নির্দিষ্ট কিছু বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজে লাগানো, আর এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ব্যাপক কর্মযজ্ঞ ও হাতে নিয়েছে। উনি আরও বলেন আমাদের যেমন প্রাপ্তি বেশি তেমনি কাজ করার এখনো অনেক কিছু বাকি। রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এই ক্ষেত্রে নতুন নতুন প্রজক্টের মাধ্যমে যথাযথ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.