ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ এমরানুল ইসলাম।সোমবার (২৪ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এ থানায় যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি সরাইল থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের স্থলাবিষিক্ত হলেন। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা তিনি।
তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের পিতা।
নবাগত ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সরাইল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি সরাইলকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।
বাল্যবিবাহ,মাদক,দাঙ্গা নির্মূলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম।এছাড়া তিনি পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন নবাগত সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.