দ্বীপ রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভাই শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ান দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) আবুধাবির রাজপরিবারের সদস্য শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য আনুষ্ঠানিক শোক এবং পতাকা অর্ধনমিতর থাকবে বলে জানা যায়। এদিকে ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ,শোক প্রকাশ করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমও।আমিরাতের শীর্ষস্থানীয় কূটনীতিক ড.আনোয়ার গারগাশ শেখ সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
খালিজ টাইমস সুত্রে জানা যায় ১৯৬৫ সালে দেশটির আল আইনে জন্মগ্রহণকারী শেখ সাইদ ২০১০ সালের জুন মাসে আবুধাবির শাসকের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হন। এছাড়া তিনি বেশ কয়েকটি সরকারি পদে অধিষ্ঠিত হন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অফিসেও কাজ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.