ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মেয়ে ঘটিত ঘটনার জেরে স্কুল পড়–য়া শিক্ষার্থী আবু সাঈদ (১৭) হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে
ফুলবাড়ীয়া থানা পুলিশ। নিহত ঐ শিক্ষার্থী দেওখোলা হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এ ঘটনায় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সার্বিক দিক নির্দেশনায় ও ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান এর নেতৃত্বে থানা পুলিশ চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে জড়িতদের উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে দ্রæত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করেন।
গতকাল (৩ আগস্ট) বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সৌর্পদ করেন। গ্রেফতারকৃতরা হলো, সুমন মিয়া (১৭) কাউসার (১৭) রাব্বীল (১৭) ও মুস্তাফিজুর রহমান। এরমধ্যে হত্যায় জড়িত প্রধান আসামী সুমন মিয়া কে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়েগ্রেফতার করেন। পুলিশ স্থানীয় সুত্রে জানযায়, ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলায় মেয়ে ঘটিত ঘটনার জেরে সুমন ও সাইদ গংদের মধ্যে বাকতিন্ডার এক পর্যায়ে দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেয়।
পরে বুধবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার দেওখোলা ইউনিয়ন হাসপাতাল রোডে একটি প্রাইভেট সেন্টারে পড়তে আসে এসব শিক্ষার্থীরা। এমন সময় হঠাৎ আবারও তর্কে জড়িয়ে পড়ে সাইদ ও সুমন গংরা। এসময় সুমন মিয়ার হাতে থাকা চাকু দিয়ে সহপাঠী সাঈদ (১৭) ও শ্রাবণ (১৭) কে আঘাত করে। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। সাইদের অবস্থা আশংকাজনক হলে ঐদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেদিন রাতেই শ্রাবণেরও অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকেও ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার্ড করে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনিও শঙ্কামুক্ত নন বলে জানাগেছে। এ ঘটনায় নিহতের পিতা আবু তাহের বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন । যার ফুলবাড়ীয়া থানা মামলা নং-৩/৮/২৩-২। এদিকে আবু সাইদ হত্যায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবিতে এলাকাবাসী , শিক্ষক ও শিক্ষার্থীরা মানবন্ধন করেছে ।
ফুলবাড়ীয়া থানার অফিসার আনচার্জ মো. শাহীনুজ্জামান খান বলেন, ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। আসামীরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বিকার করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.